Thursday, September 25, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeচুপিসারে বিয়ে করলেন মহুয়া মৈত্র! কাকে?

চুপিসারে বিয়ে করলেন মহুয়া মৈত্র! কাকে?

ওয়েব ডেস্ক: চুপিসারে বিয়ে করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) দুই বারের লোকসভার সাংসদ (Loksabha MP) মহুয়া মৈত্র (Mahua Moitra)? যদি হয় তাহলে ব্যাপারটা এতটাই চুপিসারে হয়েছে যে নামপ্রকাশে অনিচ্ছুক তাঁর দলের অন্য এক সাংসদও বললেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। বিয়ে নিয়ে এতটাই গোপনীয়তা রক্ষা করেছেন মহুয়া।

এক সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, সোনার গয়নায় সেজেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তাঁর হাত ধরে রয়েছেন যে পুরুষ তাঁর নাম পিনাকি মিশ্র (Pinaki Mishra)। তিনি বিজু জনতা দলের (Biju Janata Dal) নেতা এবং পুরী লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন। পিনাকি এবং মহুয়ার হাতে হাত ধরা, উজ্জ্বল হাসিমুখের ছবি দেখেই বিয়ের জল্পনা ছড়িয়েছে।

আরও পড়ুন: হাইকোর্টের বিচারপতিকে খুনের হুমকি! কেন?

ক্ষুরধার ভাষণের জন্য সুপরিচিত মহুয়া এক সময় ডেনমার্কের আর্থিক পরামর্শদাতা লার্স ব্ররসনকে বিয়ে করেছিলেন। তাঁর সঙ্গে পরে বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। এরপর প্রায় তিন বছর ধরে আইনজীবী জয় অনন্ত দেহাদরাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল মহুয়ার। ২০২৩ সালের নভেম্বর মাসে যখন সংসদ থেকে বরখাস্ত হওয়ার মুখে, সে সময় এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে মহুয়া বলেছিলেন, “পুরুষদের নিয়ে আমার রুচিবোধ খুব খারাপ।”

দেখুন খবর:

 

Read More

Latest News